Lightoj 1072 solution in bangla
Problem Link: Lightoj 1072
প্রবেলমটিতে আমাদেরকে বাইরের বৃত্তের ব্যাসার্ধ এবং কতটি বৃত্ত আছে বাইরের বড় বৃত্তের ভিতরে সেই বৃত্তের সংখ্যা দেয়া আছে । আমাদেরকে ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে।
আমরা জানি যে, একটি পূর্ণ বৃত্ত ৩৬০ ডিগ্রি হয়ে থাকে।
উদাহরণ থেকেই জানা যাক,
উদাহরণ থেকেই জানা যাক,
ভিতরের ছয়টি বৃত্ত বাইরের বড় বৃত্তটিকে ৬ টি ভাগে ভাগ করেছে।
তাহলে ভিতরের একটি বৃত্তের পরিধির সাথে বাইরের বড় বৃত্তের কেন্দ্র কত ডিগ্রী কোণ তৈরি করে??
তা হবে ৩৬০ কে n দিয়ে ভাগ করলে যতো হয় ততো।
আর আমরা যদি বলি ভিতরের বৃত্তের কেন্দ্র এবং পরিধির সাথে বাইরের বড় বৃত্তের কেন্দ্রটি কত ডিগ্রী কোণ তৈরি করে??
360
2*n
or, 180/n
or, π/n
আমরা কোণ পেয়ে গেলাম , θ = π/n;
Sin θ কে লিখা যায় লম্ব / অতিভুজ হিসেবে ।
এখানে লম্ব r, আর অতিভুজ R-r,
R হলো বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর r হলো ভিতরের বৃত্তের ব্যাসার্ধ ।
Sin θ = r/(R-r)
or, Sin(PI/n) = r/(R-r)
or, r = sin(PI/n)*(R-r)
or, r= (R*sin(PI/n)) – (r*sin(PI/n))
or, r + r*sin(PI/n) = R*sin(PI/n)
or, r(1+sin(PI/n)) =R*sin(PI/n)
or, r=(R*sin(PI/n)) / (1+sin(PI/n))
তাহলে আমরা পেয়ে ভিতরের ছোট বৃত্তের ব্যাসার্ধ ।
Source Code:
এই প্রবলেমটির মতো একই রকম আরেকটি প্রবলেম ।
Problem Link : codeforces 1100 C
Source Code : SourceCodeLink
7 comments:
Sob theke valo explanation pailam .Thank you :-)
vai... onek onek sundor kore explian korsen..
thanks a lot
welcome both of you
Thanks a lot for this nice explanation..!!
Vai,chomotkar!!!
Excellent way to solve this problem!!!Very helpful....
Well Done Brother , We need More Like this , Keep it up
Post a Comment